সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহনপুর নামক স্থানে জায়গাজমির জের ধরে নুরেশ চন্দ্র রায় ছেচানু (৭৩) নামে এক বৃদ্ধের উপর হামলা করেছে স্থানীয় প্রভাবশালীরা। বর্তমানে তিনি পীরগঞ্জ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীর রয়েছেন।
এ বিষয়ে গত সোমবার সন্ধায় নুরেশ চন্দ্র রায়ের ছেলে তিলক চন্দ্র রায় বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে ও তিলক চন্দ্র রায় জানান, সোমবার বিকালে আমাদের পৈত্তিক সম্পত্তিতে আবুল হাসেম, আব্দুল করিম, শামসুল হক নিজস্ব পাওয়ার ট্রিলার দিয়ে হাল চাষ শুরু করলে তাতে আমরা বাধা দিলে আসামীরা দলবদ্ধ হয়ে লোহার রড, রাম দা, ধারালো ছোড়া দিয়ে আমার স্ত্রী আলো বালা ও আমার বাবাকে মারপিট করে। আমরা বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি আছি। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান এলাকাবাসীরা।
এলাকাবাসীরা আরও বলেন,করিম,হাসিম,শামসুল গংরা প্রভাবশালী হওয়ায় তারা নিজ বাড়িতে থাকতেও ভয় পাচ্ছেন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ বলেন, মামলা হয়েছে আসামীদের গ্রেফতার করা হবে।
প্রধান কার্যালয়ঃ বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com