শাকিব তার স্ত্রী অপুকে তালাক নোটিশ পাঠিয়েছেন, তবে অপুর বিশ্বাস শাকিব ভুল বুঝতে পেরে এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারে।
চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠানোর পর গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন এবং এই বিষয়ে তিনি কোনো কথা বলবেন না, যা বলার তার আইনজীবী বলবে।
শাকিবের এমন সিদ্ধান্তের প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার অপু বিশ্বাস জানিয়েছেন, ‘সে কাকে কী জানিয়েছে আমি জানি না। আমাকে সিদ্ধান্তে অটল থাকার ব্যাপারে কিছু জানায়নি। অনেক স্বামীরাই রাগ বা ক্ষোভ থেকে স্ত্রীকে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। পরে আবার ভুল বুঝতে পেরে সরেও আসে। শাকিবও আসতে পারে। সন্তানের দিকে তাকিয়ে হলেও তো তার মতো বদলাতে পারে। ভবিষ্যৎ নিয়ে কে বাজি ধরতে পারে বলুন। আমি অপেক্ষা করতে চাই।’
ধর্মান্তর নিয়ে অপু বলেন, ‘প্রেম করে বিয়ের পর শাকিব চাইতো আমি যেন ইসলাম ধর্ম পালন করি। সে আমার স্বামী, তার সন্তুষ্টির জন্যই আমি ধর্ম পরিবর্তন করেছিলাম। এতে করে সমাজে আমার পরিবার ছোট হয়েছে। অনেক হয়রানির শিকার হতে হয়েছে।
এ কষ্ট মনে নিয়ে আমার বাবা মৃত্যুবরণ করেছেন। তবুও আমি সংসার নষ্ট হতে দেইনি। আজ আমাকে শাকিব তালাক দিতে চাইছে। আমি এখন কোথায় গিয়ে দাঁড়াব।
আমার সম্প্রদায় তো এখন আমাকে আর স্বাভাবিকভাবে মেনে নেবে না।
তিনি মনে করেন শাকিব তার ভুল বুঝতে পারবে, ‘শাকিব তার আশপাশের লোকদের দ্বারা প্রভাবিত হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে, আমি নিশ্চিত। তার ভুল ভাঙার অনেক কারণ আছে।’
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com