অভিযোগের ভিত্তিতে ডিআইজি মিজানকে দুদকে তলব

বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ | ৫:৫৭ অপরাহ্ণ |

অভিযোগের ভিত্তিতে ডিআইজি মিজানকে দুদকে তলব
ছবি: অনলাইন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনের ১৯ ও ২০ ধারা ও কমিশনের ২০ বিধিসহ ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারা মতে তাকে তলব করা হয়। গত ২২ জানুয়ারির এক অভিযোগে তাকে তলব করা হয়। তাকে জিঞ্জাসাবাদ করবেন দুদকের উপ পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

আজ বুধবার এই নটিশটি জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মিজানুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণ করা হবে বলে তলব করা নোটিশে জানানো হয়েছে। দুদকের ফরিদ আহমেদ পাটোয়ারির সঙ্গে দুদকে হাজির হয়ে অভিযোগ সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁকে আগামী ৩ এপ্রিল সকাল ১১টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com