অর্থাভাবে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ‌্যালয়ে ভর্তি অনিশ্চিত রুহিয়ার মেধাবি শিক্ষার্থী

শনিবার, ০৬ জানুয়ারি ২০১৮ | ১১:০৯ পূর্বাহ্ণ |

অর্থাভাবে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ‌্যালয়ে ভর্তি অনিশ্চিত রুহিয়ার মেধাবি শিক্ষার্থী

ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ‌্যালয়ে ৯ম শ্রেণী ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছেনা রুহিয়ার মেধাবী শিক্ষাথী আল-আমিন। ভূমিহীন হতদরিদ্র বাবার পক্ষে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে না পারায় অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দিশেহারা সে। রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও মধ‌্য
(কালিবাড়ি) গ্রামের ভূমিহীন ভ‌্যান চালক এরাজুল ইসলামের মেধাবী ছেলে আল- আমিন। সে রুহিয়া উচ্চ বিদ‌্যালয় থেকে ২০১৭ সালের জে এস সি পরীক্ষায় গোন্ডেন এ+ পেয়েছে ইতোপূর্বে সে ৫ম শ্রেণিতেও জি পি এ -৫ পেয়ে ট‌্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল। এবারে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ‌্যালয়ে ৯ম শ্রেণীর ভর্তি পরীক্ষায় আল-আমিন মেধাতালিকায় ১০ম স্থান অধিকার করেছে (যার রোল নং ৯২০০০৫১)। কিন্তু অর্থাভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ায় উদ্বীগ্ন-উৎকণ্ঠায় তার পরিবার পরিজনরা। এদিকে আল- আমিনের ইচ্ছা সে বড় হয়ে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। শেষ পর্যন্ত কি অর্থাভাবে থেমে যাবে আল -আমিনের চিকিৎসক হওয়ার সেই স্বপ্ন? আল-আমিনের পিতা এরাজুল ইসলাম বলেন,আগে ভ‌্যান গাড়ি চালিয়ে সংসার ও সন্তানের লেখাপড়ার খরচ চালালেও বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় অসুস্হ‌্যতাজনীত কারনে আর ভ‌্যান চালাতে পারিনা।তাই তিনি সমাজের সকল বিত্তবানসহ সহৃদয়বান ব‌্যাক্তিবর্গের নিকট ছেলের লেখাপড়া চালিয়ে যেতে সাহায‌্য-সহযোগিতা কামনা করেছেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com