শুক্রবার, ০৬ এপ্রিল ২০১৮ |
১২:০৪ অপরাহ্ণ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শুক্রবার ( ৬ এপ্রিল)। রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাঝে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলার প্রথমার্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে একমাত্র গোলটি করেন কবিরুল ইসলাম কবির।
শারিরীক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, সকাল ৮টায় সেমিফাইনালের অপর ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
একই ভেন্যুতে আগামীকাল বিকেল ৩টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবং একই দিন সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ৩১মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাচের মধ্যদিয়ে এ প্রতিযোগিতা আরম্ভ হয়। এতে ফাইনালে উঠার আগে গ্রুপ পর্বে পাবিপ্রবি ও হাবিপ্রবি এবং কোয়ার্টার ফাইনালে জবিকে হারিয়েছে ইবি ফুটবল দল।
comments