নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইপিএল’র ফাইনাল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রুবেল মিয়া (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে। রোববার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নগড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া মুড়াপাড়া নগড় এলাকার মৃত আজমত আলীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় জয়-পরাজয় নিয়ে সন্ধ্যায় মুড়াপাড়া মঙ্গলখালী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে সুরুজের সঙ্গে মুড়াপাড়া নগড় এলাকার মৃত আজমত আলীর ছেলে মোমেনের বাকবিতন্ডা হয়।
এতে রাত ৯টার দিকে সুরুজ মিয়াসহ সহযোগী একই এলাকার আজম উদ্দিন ওরফে বোবার ছেলে নয়ন, বাদল মিয়ার ছেলে কাজলসহ ৫ থেকে ৭ জনের একদল মুড়াপাড়া নগড় এলাকার নিজ বাড়ির সামনে মোমেন মিয়াকে না পেয়ে তার ভাই রুবেল মিয়ার উপর হামালা চালায়।
এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে রুবেল গুরুতর জখম হয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন রুবেল মিয়াকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com