দেশ জঙ্গি ও সন্ত্রাস মুক্ত হবে,জঙ্গি ও সন্ত্রাস অন্ধকারে নিমজ্জিত হবে। আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ চলতি বছরে সফলতার সঙ্গে মোকাবেলা করেছি – এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত শুক্রবার জুমার নামাজ পর রাজধানীর মগবাজার নয়াটোলার আমবাগানের বায়তুল হাসান জামে মসজিদের দলিল হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে ভিত্তিতে তিনি একথা বলেন।
২০১৮ সনটি হবে আগামী দিনের নতুন আলোর স্বপ্ন। আগামী বছরটি আমাদের জন্য হবে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত আলোকিত বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের সব মানুষেই মানুষ জঙ্গি শব্দটির অর্থ বুঝে। তারা খুব ভালো জানে,যে সন্ত্রাসবাদ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
এদেশে জঙ্গিবাদী ষড়যন্ত্র অন্ধকারে নিমজ্জিত হবে তা জনগণ উপলব্ধি করেছে। আসাদুজ্জামান জানান, আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছি। নিরাপত্তায় নিয়োজিত বাহিনী ও গোয়েন্দা বাহিনী অত্যন্ত তৎপর। তাদের লোকবল বৃদ্ধি করা হয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালনে তৎপর রয়েছে। আশা করছি, আগামী বছরটি আরও সুন্দর হবে। আমরা আলোকিত বাংলাদেশ দেখতে পাব।
আগামী নতুন বছরে আইন শৃঙ্খল বাহিনী আরো কঠিন হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com