মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এ্যাড. মৃণাল কান্তি দাস, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান রাহাত খাঁন রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন প্রমুখ।
উল্লেখ্য ২০১৩ সালের ২মে মুন্সীগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ৪৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই ইনস্টিটিউট।২০১৫ সালের আগস্ট মাসে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (মেরিন ) ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (শীপ বিল্ডিং) টেকনোলজির একাডেমিক কার্যক্রম শুরু করা হয়। এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ২৪০ ছাত্র-ছাত্রী রয়েছে।