আজও মুখোমুখি সাকিব-মোস্তাফিজ

মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | ১২:০১ অপরাহ্ণ |

আজও মুখোমুখি সাকিব-মোস্তাফিজ
ছবি: অনলাইন

দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


ভাগ্যটা একেবারেই পক্ষে নেই মুম্বাই ইন্ডিয়ান্সের। ৫ ম্যাচের ৪টিতেই শেষ ওভারে হেরেছে রোহিত শর্মার দল। পয়েন্ট টেবিলে তারা আছে ৭ নম্বরে। বল হাতে প্রত্যাশা পূরণে শতভাগ সফল হতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজ। ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তবে বেশ খরুচে বোলিং করেছেন এই টাইগার পেসার। তার ইকোনমিটা প্রায় ৯।

যদিও আসরে নিজের সফলতম ম্যাচটি মোস্তাফিজ খেলেছেন হায়দ্রাবাদের বিপক্ষেই। সে ম্যাচে ২৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন দ্য ফিজ। এদিকে, টানা ৩ ম্যাচ জিতে দারুণ শুরু করলেও, পরের দু’ম্যাচেই হেরেছে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ।


বল হাতে ৭ দশমিক ছয় ছয় ইকোনমিতে এখন পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন সাকিব। তবে, ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি তিনি। ৫ ম্যাচে মোট ৮৭ রান করেছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।

অন্যদিকে, এর আগে মুম্বাইয়ের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচেই জয় পেয়েছে হায়দ্রাবাদ।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com