আপনি কি ধূমপান ছাড়তে চান?

বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ | ১০:৫৮ পূর্বাহ্ণ |

আপনি কি ধূমপান ছাড়তে চান?
আপনি কি ধূমপান ছাড়তে চান?

পর্যাপ্ত পানি

যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে, তাদের শরীরে একেবারে ভেতর পর্যন্ত নিকোটিন চলে যায়। আর এ কারণেই ধূমপান ছাড়তে খুব কষ্ট হয়। এ ক্ষেত্রে পানি দারুণ কাজ করে। কারণ শরীরে টক্সিন হিসেবে জমতে থাকা নিকোটিনকে ধুয়ে বের করে দিতে পানির বিকল্প নেই। শুধু তাই নয়, তামাক এবং নিকোটিনের নানা ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে বাঁচাতেও পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আঙুরের রস

নিকোটিনের কারণে শরীরের ভেতরে জমতে থাকা টক্সিন বেরিয়ে যেতে শুরু করলে একদিকে যেমন ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে, তেমনি সিগারেট খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করে। আর এই কাজে আপনাকে সাহায্য করতে পারে আঙুরের রস। কারণ এর একাধিক উপাদান এবং স্বাস্থ্যকর এসিড শরীরকে ডিটক্সিফাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে রোগমুক্তির পথে শরীর আরো কয়েক ধাপ এগিয়ে যায়।


আদা

আপনি কি ধূমপান ছাড়তে চান? তাহলে আজ থেকেই আদার সাহায্য নিন। এর কিছু উপাদান নানাভাবে সিগারেট খাওয়ার ইচ্ছাকে দমিয়ে রাখে। সেই সঙ্গে ধূমপান ছাড়ার কারণে যেসব ‘উইথড্রল সিম্পটম’ দেখা দেয়, সেগুলো নিয়ন্ত্রণে রাখতেও বিশেষ ভূমিকা নেয়।


মধু

মধুতে থাকা কিছু ভিটামিন, এনজাইম ও প্রোটিন শরীর থেকে নিকোটিন বের করে দেওয়ার পাশাপাশি সিগারেট খাওয়ার ইচ্ছাকেও নিয়ন্ত্রণে রাখে।

মরিচের গুঁড়া

একাধিক গবেষণায় দেখা গেছে, নানাভাবে যদি নিয়মিত মরিচের গুঁড়া খাওয়া যায়, তাহলে ফুসফুসের সক্ষমতা বাড়তে শুরু করে। সেই সঙ্গে ধূমপানের কারণে ফুসফুসের যে ক্ষতি হয়, তাও ধীরে ধীরে কমতে থাকে।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com