আবারো ইসরাইলে গুলি: ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৯০০

শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | ৯:৪৭ পূর্বাহ্ণ |

আবারো ইসরাইলে গুলি: ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৯০০
ছবি: অনলাইন

ফিলিস্তিনিদের বিক্ষোভে আবারো গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। গাজা সীমান্তবর্তী এলাকায় এ হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯শ’ জন।

জানা গেছে, শুক্রবার ৫ম দিনের মতো নিজের জন্ম ভূমিতে ফেরার দাবিতে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। ইসরাইলি সৈন্যরা এ বিক্ষোভে গুলি চালায়। এতে ৩ ফিলিস্তিনি নিহত হন।


এদিকে, গাজায় ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করতে আহবান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল হোসেইন। দখলদার ইসরাইলি সৈন্যরা জাতিসংঘের এ আহবান অগ্রাহ্য করেই শুক্রবার আবারো বিক্ষোভে গুলি চালিয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ থেকে গাজার সীমান্তবর্তী এলাকায় নিজেদের অধিকার ফিরে পাবার দাবিতে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এসব বিক্ষোভে ইসরাইলি সৈন্যদের গুলিতে এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com