আবারো ভাইয়ের হাতে ভাই খুন

শুক্রবার, ০৮ জুন ২০১৮ | ২:৩৯ অপরাহ্ণ |

আবারো ভাইয়ের হাতে ভাই খুন
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইদের হাতে আপন ভাই নিহত হয়েছেন। তার নাম আজাহার আলী (৬০)। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া বেগমও গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ বাধে। শুক্রবার রাতে আজাহার মারা যায়। তিনি আদাবাড়ি গ্রামের মৃত মিয়া চানের ছেলে।


পুলিশ ও এলাকাবাসী জানায়, আজাহার আলীর সঙ্গে তার আপন ভাই আব্দুল জলিল ও বাবুলের সঙ্গে আদাবাড়ি চৌরাস্তা মোড় এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।

বৃহস্পতিবার বিকালে আজাহার আলী ওই জমিতে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে আব্দুল জলিল ও বাবুল লাটিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়।


এতে আজহার ও তার স্ত্রী দুইজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেয়ার পথে আজাহার আলী মারা যান। এ ব্যাপারে মির্জাপুর থানা পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে।


এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে তিনি জানান।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com