প্রতিপক্ষ
আব্দুল আজিজ সরকার
নয়কো জাতে ধর্মের পাতে জীবনের খেলা জীবে
কাহারে শুধাই উত্তরে চাই সেরাতে সেবায় নিবে
আহা রে হায় মানবেরা তায় দানবে নিয়েছে রূপ
সৃষ্টির সেরা জীব যেন আজ নিকৃষ্টের অনুরূপ?
জীবেতে ভাগ উদ্ভিদ প্রাণী, প্রাণ নিয়ে বাঁচা মরা
গরু মহিষে বা ছাগ হরিণে জীবনের সাধ জড়া
বাঘে সিংহে হায়েনা কিংবা বুনজে বুনজে বেশতো
নেইতো আড়ি জাতে পাতে অজাতেও নয় শেষতো।
জীবেতে দয়া মানবের কাধে জীবেতে জীবে মালুম
ছাগ হরিণে পাত বাটে না পাতে যে সিংহে হালুম
আছে যত প্রাণী বনেতে বাস একে অপরের শক্তি
যাতন বিনাশে হয় ভাগিদার প্রতিরোধে রচে মুক্তি।
জলে ডাঙ্গায় আছে যত জীব মানবের তরে সৃষ্টি
এরই অর্থে এই যেন নয় জীবেতে অনাচার দৃষ্টি
যখনে তখনে ধরো মারো খাও বিনাশেই সেরা তৃপ্তি
প্রকৃতির পরে শূণ্যের ঘাটি নহে কোন ছাড় দীপ্তি?
পাথর পাহাড় কাঁদে না কভু কলকলে বহে জলতো
ধূলিবালি ঝড়ে মোছে না আহাড় নহে বিরূপ ছলতো
তারপরও আজ সমাজের ধারা রক্তে রাঙ্গানো শখ্য
মানবেরা আজ দানবের ঢালে বিবেকের প্রতিপক্ষ?
[22 01 2018]
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com