রাজশাহীতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে রাজশাহী মেট্রপলিটন পুলিশ (আরএমপি)। আজ শনিবার সকালে মহানগর পুলিশের সদর দফতরে এ কর্মসূচির উদ্বোধন করেন আরএমপি কমিশনার মাহাবুবর রহমান পিপিএম। ঝাঁড়– দিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
আরএমপি সদর দফতর ছাড়াও আরএমপি পুলিশ লাইন, উপ-পুলিশ কমিশনারের অফিসসমূহ, ১২টি থানা, ট্রাফিক অফিস, ডিবি অফিস, পুলিশ ফাঁড়িতে এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় আরএমপির সকল ইউনিটে একযোগে এই কর্মসূচি শুরু হয়। মূলত অফিস কক্ষসহ অফিস প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পুলিশ কমিশনার এ উদ্যোগ গ্রহণ করেন।
কর্মসূচির উদ্বোধনকালে আরএমপি পুলিশ কমিশনার মাহাবুবর রহমান সকল ইউনিট ইনচার্জকে নিজ নিজ অফিস প্রাঙ্গণ সব সময় পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেন। এ সময় পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, শুধু অফিস প্রাঙ্গণ নয় নিজ নিজ আবাসস্থল পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com