আ’লীগের ক্ষমতার উৎস দেশ, মাটি ও দেশের জনগণ: ওবায়দুল কাদের

শনিবার, ০৭ এপ্রিল ২০১৮ | ১২:৪৫ পূর্বাহ্ণ |

আ’লীগের ক্ষমতার উৎস দেশ, মাটি ও দেশের জনগণ: ওবায়দুল কাদের
আ’লীগের ক্ষমতার উৎস দেশ, মাটি ও দেশের জনগণ: ওবায়দুল কাদের

বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে বন্দুকের নল-আওয়ামী লীগের নয়। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশ, মাটি ও দেশের জনগণ।’

আজ শুক্রবার বিকেলে ফেনী সদরের ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


মন্ত্রী বলেন, ‘বিএনপি বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগের তা দরকার হয়নি। তারা সামরিক শাসনে থাকার সময় দল গঠন করে রাজনীতিতে পা রেখেছিলেন।’ খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়েছেন আদালত, আবার আদালতই তাঁকে মুক্তি দিতে পারেন। এখানে সরকারের কিছু বলার নেই।’

নির্মানাধীন ওভারপাসের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘চলতি বছরের ১৫ মে’র মধ্যে এর অর্ধেক কাজ শেষ হওয়ার কথা রয়েছে।


এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য সিং, জেলা আওয়ামী লীগ সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে রেলওয়ে ওভারপাসটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সহায়তায় আল আমিন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান ৬০ কোটি ৫১ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com