আসন্ন রাশিয়া বিশ্বকাপ গ্রুপপর্ব ড্রয়ের আনুষ্ঠানিকতা শেষ। চূড়ান্ত হয়েছে রাশিয়া বিশ্বকাপে ম্যাচের সময়সূচি। এখন মাঠের লড়াই দেখার অপেক্ষা।
আগামী বছরের ১৪ জুন রাশিয়া-সৌদি আরব ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৮ বিশ্বকাপের। গতরাতে মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হল রাশিয়া বিশ্বকাপ গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। এবার বিশ্বকাপের ড্র সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। তার সঙ্গী ছিলেন রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া।
ড্র অনুষ্ঠানে সহযোগিতার জন্য মঞ্চে উঠেন আরও ৮ সাবেক ফুটবলার- আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলের কাফু, ইতালির ফাবিও ক্যানাভারো, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুয়োল, ফ্রান্সের লরাঁ ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাঙ্কস ও রাশিয়ার নিকিতা সিমোনিয়ান। এছাড়া দেশ-বিদেশের খ্যাতনামা ফুটবলার, কোচ ও সংবাদকর্মীরা হাজির হয়েছেন অনুষ্ঠানে। শুরুতে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর বক্তব্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
দ্য গ্র্যাটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের সময়সূচি-
গ্রুপ এ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।
জুন ১৪- রাত ৯টা- মস্কো
রাশিয়া বনাম সৌদি আরব
জুন ১৫- রাত ১২টা- একাতেরিনবার্গ
মিসর বনাম উরুগুয়ে
জুন ১৯- সন্ধ্যা ৬টা- সেন্ট পিটার্সবার্গ
রাশিয়া বনাম মিসর
জুন ২০- রাত ৯টা- রোস্তভ-অন-দন
উরুগুয়ে বনাম সৌদি আরব
জুন ২৫- রাত ৮টা- সামারা
উরুগুয়ে বনাম রাশিয়া
জুন ২৫- রাত ৮টা- ভলগোগ্রাদ
সৌদি আরব বনাম মিসর
গ্রুপ বি : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।
জুন ১৫- সন্ধ্যা ৬টা- সোচি
পর্তুগাল বনাম স্পেন
জুন ১৫- রাত ৯টা- সেন্ট পিটার্সবার্গ
মরক্কো বনাম ইরান
জুন ২০- রাত ১২টা- মস্কো
পর্তুগাল বনাম মরক্কো
জুন ২০- সন্ধ্যা ৬টা- কাজান
ইরান বনাম স্পেন
জুন ২৫- সন্ধ্যা ৬টা- সারানস্ক
ইরান বনাম পর্তুগাল
জুন ২৫- সন্ধ্যা ৬টা- কালিনিনগ্রাদ
স্পেন বনাম মরক্কো
গ্রুপ সি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।
জুন ১৬- বিকেল ৪টা- কাজান
ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া
জুন ১৬- ১৭:০০- সারানস্ক
পেরু বনাম ডেনমার্ক
জুন ২১- সন্ধ্যা ৬টা- একাতেরিনবার্গ
ফ্রান্স বনাম পেরু
জুন ২১- রাত ৯টা- সামারা
ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া
জুন ২৬- রাত ৮টা- মস্কো
ডেনমার্ক বনাম ফ্রান্স
জুন ২৬- রাত ৮টা- সোচি
অস্ট্রেলিয়া বনাম পেরু
গ্রুপ ডি : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।
জুন ১৬- সন্ধ্যা ৭টা- মস্কো
আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড
জুন ১৬- রাত ১টা- কালিনিনগ্রাদ
ক্রোয়েশিয়া বনাম নাইজেরিয়া
জুন ২১- সন্ধ্যা ৬টা- নিঝনি নভগোরোদ
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া
জুন ২২- রাত ৯টা- ভলগোগ্রাদ
নাইজেরিয়া বনাম আইসল্যান্ড
জুন ২৬- সন্ধ্যা ৬টা- সেন্ট পিটার্সবার্গ
নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা
জুন ২৬- রাত ১২টা- রোস্তভ-অন-দন
আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
গ্রুপ ই : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।
জুন ১৭- সন্ধ্যা ৬টা- রোস্তভ-অন-দন
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড
জুন ১৭- রাত ১২টা- সামারা
কোস্টারিকা বনাম সার্বিয়া
জুন ২২- সন্ধ্যা ৬টা- সেন্ট পিটার্সবার্গ
ব্রাজিল বনাম কোস্টারিকা
জুন ২২- রাত ১২টা- কালিনিনগ্রাদ
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
জুন ২৭- সন্ধ্যা ৬টা- মস্কো
সার্বিয়া বনাম ব্রাজিল
জুন ২৭- সন্ধ্যা ৬টা- নিঝনি নভগোরোদ
সুইজারল্যান্ড বনাম কোস্টারিকা
গ্রুপ এফ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।
জুন ১৭- রাত ৯টা- মস্কো
জার্মানি বনাম মেক্সিকো
জুন ১৮- সন্ধ্যা ৬টা- নিঝনি নভগোরোদ
সুইডেন বনাম দক্ষিণ কোরিয়া
জুন ২৩- রাত ৯টা- সোচি
জার্মানি বনাম সুইডেন
জুন ২৩- সন্ধ্যা ৬টা- রোস্তভ-অন-দন
দক্ষিণ কোরিয়া বনাম মেক্সিকো
জুন ২৭- রাত ৮টা- কাজান
দক্ষিণ কোরিয়া বনাম জার্মানি
জুন ২৭- রাত ৮টা- একাতেরিনবার্গ
মেক্সিকো বনাম সুইডেন
গ্রুপ জি : বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।
জুন ১৮- রাত ৯টা- সোচি
বেলজিয়াম বনাম পানামা
জুন ১৮- রাত ১২টা- ভলগোগ্রাদ
তিউনিশিয়া বনাম ইংল্যান্ড
জুন ২৩- সন্ধ্যা ৬টা- মস্কো
বেলজিয়াম বনাম তিউনিশিয়া
জুন ২৪- সন্ধ্যা ৬টা- নিঝনি নভগোরোদ
ইংল্যান্ড বনাম পানামা
জুন ২৮- রাত ১২টা- কালিনিনগ্রাদ
ইংল্যান্ড বনাম বেলজিয়াম
জুন ২৮- রাত ১২টা- সারানস্ক
পানামা বনাম তিউনিশিয়া
গ্রুপ এইচ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।
জুন ১৯- সন্ধ্যা ৬টা- মস্কো
পোল্যান্ড বনাম সেনেগাল
জুন ১৯- রাত ৯টা- সারানস্ক
কলম্বিয়া বনাম জাপান
জুন ২৪- রাত ১২টা- কাজান
পোল্যান্ড বনাম কলম্বিয়া
জুন ২৪- রাত ৯টা- একাতেরিনবার্গ
জাপান বনাম সেনেগাল
জুন ২৮- রাত ৮টা- ভলগোগ্রাদ
জাপান বনাম পোল্যান্ড
জুন ২৮- রাত ৮টা- সামারা
সেনেগাল বনাম কলম্বিয়া
আর বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে ৩০ জুন। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ হবে ৬ ও ৭ জুলাই। ১০ ও ১১ জুলাই দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ১৫ জুলাই ফাইনাল।
* এই সূচি বাংলাদেশ সময় অনুযায়ী
* রাত ১২টা ও পরবর্তী সময়ের ক্ষেত্রে তারিখে ১ যোগ করে নিতে হবে। বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী তারিখ অপরিবর্তিত রেখে দিবাগত রাত ধরা হয়েছে। যেমন ১৯ জুন রাত ১২টার ম্যাচ আসলে ১৯ জুন দিন পেরিয়ে রাত ১২টার ম্যাচ। আন্তর্জাতিক রীতিতে তারিখ তখন ২০ জুন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com