সংবাদ গ্যালারি ডেস্ক: ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে এবার আঘাত হেনেছে আরও বড় ভূমিকম্প। পালু শহরের অদূরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেওয়ার পর এবার মধ্যাঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প। এর প্রেক্ষিতে ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
এর আগে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত, দশজন আহত এবং বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থার একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ঘন ঘন পরাঘাতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত আছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পালু শহরের ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রের ১৮ দশমিক ১ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে ৬.১ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে।
এর ঠিক দুই মিনিট পর বিকেল ৩টা ৩ মিনিটে পালুর ৭৭ কিলোমিটার উত্তর-পূর্বে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর ৩টা ২৯ মিনিটে ৫৭ কিলোমিটার উত্তরে ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এসব ভূমিকম্পে কেউ আহত হওয়ার কথা জানা যায়নি।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়া। মাসখানেক আগে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ নিহত হন। ভূমিকম্পের পর প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েন।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com