সকাল ১০টায় বার্ষিক বনভোজন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন ইবি কর্মকর্তা সমিতি। কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন প্রক্টর প্রফেসর ড.মাহবুবর রহমান, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদেুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ বলেন, বিনোদনের মাধ্যম হিসেবে বার্ষিক বনভোজনের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে সকলের সাথে সকলের পরিচিতি ঘটে এবং সকলের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। তাছাড়া কর্মজীবনের একগুয়েমি থেকে অনেকটা কর্মচঞ্চলতার সৃষ্টি করে সবার মধ্যে। আলোচনাসভা শেষে কর্মকর্তাদের যে সকল সন্তানেরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করেছেন তাদের মাঝে ক্রেস্ট বিতরন করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, চেয়ার খেলাসহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া মনোমুগ্ধকর র্যাফল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।