মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ |
৭:২৬ অপরাহ্ণ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অাইন বিভাগের অায়োজনে নবীনদের বরণ ও প্রবীনদের বিদায় সংবর্ধনা দিয়েছে বিভাগ। অাজ বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন এ নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা ২০১৮ অনুষ্ঠিত হয়। নবীন ভর্তিকৃত ২০১৭-১৮ শিক্ষাবর্ষকে সাদরে গ্রহন ও ২০১১-১২ বর্ষের শিক্ষার্থীরা বিদায় নেয়।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ ও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, সম্মানিত অতিথি, অাইন ও শরীয়াহ অনুষদের ডীন ও অাইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন – উর – রশীদ অাসকারী বলেন, অাইনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, অার সেই মুখ্য ভুমিকা পালন করতে হয় অাইন বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের।
উপ- উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, অাইন বিভাগের শিক্ষার্থীদের জন্য সকল দরজা খোলা, তারা তাদের নিজের চাহিদা মত বিভিন্ন জায়গায় অবদান রাখতে সক্ষম।
আইন বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমান হানিফ এবং মুনমুন সুলতানা অন্তরা অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
comments