ইবিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত

সোমবার, ০৪ জুন ২০১৮ | ১২:১৪ পূর্বাহ্ণ |

ইবিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ, র‍্যাব মোতায়েন ও মাইকিংসহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ, র‍্যাব মোতায়েন ও মাইকিংসহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জুন) সকাল ১০টায় উপাচার্যের বাসভবনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত ফার্মেসি বিভাগের ৪টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়। লিখিত পরীক্ষায় চারটি পদের বিপরীতে ৩১জন আবেদনকারীর মধ্যে থেকে ২৫ জন পরীক্ষায় অংশ নেন। সর্বশেষ তথ্যানুযায়ী, লিখিত পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়ন করে ১৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। বিকেলের মধ্যে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, নিয়োগ বোর্ড ঠেকাতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করে রাখেন চাকরি প্রত্যাশী সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা।


এসময় তারা চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ বোর্ড গঠন করতে দেয়া হবে না বলেও হুমকি দেন। যে কোনো মূল্যে রোববারের নিয়োগ বোর্ড ঠেকানোরও ঘোষণা দেন তারা। চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতাদের এ ঘোষণার পরিপ্রেক্ষিতে রাত থেকেই কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগ বোর্ড গঠনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সহযোগিতা চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, আবাসিক এলাকা, ডরমেটরি, উপাচার্যের বাসভবসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেড়-শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের উপস্থিতিও। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সকাল ৯টার দিকে মাইকিং করে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে তাদের নিজস্ব পরিচয়পত্র বহনের নির্দেশ দেয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান বলেন, ‘সুষ্ঠুভাবে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত করতে পুরো ক্যাম্পাস নিচ্ছিদ্র নিরাপত্তায় রাখা হয়েছে। এছাড়া, বিনা প্রয়োজনে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ বন্ধে মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com