বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ |
৯:৫৬ পূর্বাহ্ণ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরীতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ট্রেনিং ওয়ার্কশপ কারিকুলাম ডিজাইন এন্ড রিভিউ শীর্ষক দুইদিনব্যাপী সেমিনারের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন একবিংশ শতাব্দিতে মানসম্পন্ন উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে হলে সঠিকভাবে কারিকুলাম ডিজাইন ও রিভিউ এর যথেষ্ট প্রয়োজন রয়েছে।
তিনি বলেন প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে হলে লাইফ টাইম লার্লিং স্কিল এর প্রয়োজন। তিনি তাঁর বক্তব্যে কারিকুলাম ডিজাইন এন্ড রিভিউ এর বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহান। রিসোর্স পারর্সন হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. এস.এম কবীর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা দুইদিনব্যাপী আয়োজিত সেমিনারে প্রথমদিনের কারিকুলাম ডিজাইন এন্ড রিভিউ শীর্ষক ট্রেনিং ওয়ার্কশপে উপস্থিত ছিলেন
comments