মহান জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অাজ বুধবার (৯ মে) বেলাসাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ” মৃত্যুঞ্জয়ী মুজিব” এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অানন্দেলন কারীদের দেয়া তথ্যমতে, কোটা সংস্কারের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছি। এরই পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে গত ৯ এপ্রিল আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি দলের বৈঠকে এই মাসের ৭ মে পর্যন্ত সময় চায় সরকার। গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর আমরা আন্দোলন স্থগিত করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করি। প্রধানমন্ত্রীর ঘোষণার ২৮ দিন পার হয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।’ অান্দোলন কারীরা বলেন, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি তিনি যেন অতিদ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করেন। সরকারের কিছু আমলা প্রধানমন্ত্রীকে আন্দোলনের বিষয়ে নেতিবাচক ব্যাখ্যা দিয়ে ও ভুল বুঝিয়ে যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’ আন্দোলন নিয়ে কোনো তালবাহানা চললে কঠোর আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন অান্দোলনরত শিক্ষার্থীরা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com