চাকরীর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছে সাবেক ছাত্রলীগ নেতারা। রোববার ৬ মে বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে কুষ্টিয়া-ঝিনাইদহগামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো অাটকিয়ে দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে প্রায় আধা ঘন্টা পর গেট খুলে দেয় অবরোধকারীরা। অবরোধকারীদদের তথ্য মতে জানা যায়, বিগত কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতারা চাকুরীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্নভাবে চাপ দেয়। পরে তাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমঝোতা করলে তারা কিছুদিন চুপ থাকে। বেশ কিছুদিন অতিবাহিত হলেও চাকুরী প্রত্যাশীরা কোনো ইতিবাচক ছাড়া না পাওয়ায় রবিবার ক্যাম্পাস অবরোধ করে তারা। বিশ্ববিদ্যালয় জনসংযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড শুরু হবে। তবে চাকরী প্রত্যাশীরা শিক্ষক হতে না চাইলেও দীর্ঘ দিন ধরে কর্মকর্তা-কর্মচারী পদে চাকরির প্রত্যাশী। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন,‘ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অাটকানো হয়েছে শুনে অামি ঘটনাস্থলে যাই, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত ও সুষ্ঠ রাখতে সবর্দা অামরা প্রক্টরিয়াল বডি তৎপর। এই বিষয়টি অালোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com