বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ এ উন্নীত হওয়ায় আনন্দ র্যালী করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
অাজ রবিবার (৮ এপ্রিল) ১১ টা ৩০ মিনিট এ সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম এর নেতৃত্বে ছাত্রলীগের দলীয় ট্রেন্ট হতে এ আনন্দ র্যালী শুরু হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন এর নিচ তলায় সমবেত হয়। সেখানে কিছুক্ষণ শ্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করে আবার দলীয় ট্রেন্ট এ একত্রিত হয়। এ সময় সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, অাজকে অামাদের অানন্দের জোয়ার শুধু ছাত্রলীগের নয়, সারা মানুষের বাংলার মানুষের জন্য এটি একটি অানন্দের সংবাদ।
মাদার অব হিউম্যানিটি খ্যাত দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে অামাদের দেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল দেশে উন্নিত করে যাচ্ছেন, তা সত্যিই গর্ব করার মত। সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। উনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ এ উন্নীত হয়েছে। তাছাড়া তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে তুলে ধরছেন।
আগামী নির্বাচনে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে উচ্চতর স্থানে নিয়ে যাবেন এ আশা ব্যক্ত করছি। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ,ফয়সাল সিদ্দিকী অারাফাত,সালাউদ্দিন অাহমেদ সজল, অাবু হেনা, গোলাম মোস্তফা, সালাম,জয়,টনি, রিয়ন, নুর ইলাহী,নাঈম, জুবায়ের, মিথুন,রাসেল সহ প্রায় পাঁচ শতার্ধীক নেতাকর্মী।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com