ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের নয়া সভাপতি আরমান রেজা (জয়) এবং সাধারণ সম্পাদক তাইয়েব হোসেন (জনী) নির্বাচিত হয়েছে। আজ ১০ মে (বৃহস্পতিবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের হল রুমে তারুণ্য’র বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও বিদায় অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারুণ্যের সিনিয়র সদস্য মো: ইমরান হোসেন কে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রেখে তারুণ্য’র সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে এক বছরের জন্য ১০ম সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে তৃতীয় স্থান অধিকার করেন নাজমীন নাহার লাবনী। বিদায়ী সদস্যদের কে তারুণ্য’র পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে মমিনুল সিদ্দীকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্য’র উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড.শাহজাহান মন্ডল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক মো. সাইফুজ্জামান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শহিদুল ইসলাম জুয়েল, বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন রুদ্র, তারুণ্য’র সাবেক সভাপতি রাশেদুজ্জামান সহ তারুণ্য’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার। অনুষ্ঠানে তারুণ্য’র উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মন্ডল বলেন, তারুণ্য’র প্রতিটি সদস্য নক্ষত্রের মত। আর এ সকল নক্ষত্র আর্ত মানবতার সেবায় যেভাবে নিজেদের কে আত্মনিয়োগ করেছে তার সুনাম সুখ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানের তারুণ্য’র সাবেক ৭ম সভাপতি রাশেদুজ্জামান বলেন, তারুণ্য’র প্রতিটি সদস্য নিজেদের ভোটদানের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের কে নির্বাচিত করেছে। আমি আশা করি নির্বাচিত সভাপতি (জয়) ও সম্পাদক (জনী) তারুণ্য’র সুনামের ধারা অব্যাহত রাখবে। এ সময় তারুণ্য’র সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার বলেন, তারুণ্য কাজের মাধ্যমে লিডারশীপ তৈরী করে আর এই লিডারশীপ দিয়ে মানবতার কাজ করে। ১ম জন সভাপতি ২য় জন গ্লাস পরিহিত সাধারণ সম্পাদক।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com