বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ |
৯:৫৮ পূর্বাহ্ণ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে ‘হাইড্রোজিওলজিক্যাল কনডিসন অফ মেহেরপুর ডিসট্রিক্ট ‘ (Hydrogeological Conditions of Meherpur District, Bangladesh) বিষয়ক পিএইচডির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৫ এপ্রিল ) ইইই বিভাগের ৩১৯ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গ্রাওন্ডওয়াটার পটেনশিয়াল মডেলিং ইন দি মেহেরপুর ডিসট্রিক্ট ওফ বাংলাদেশ ইউজিং জিআইএস থ্রো দি ইনটিগ্রেটিং অফ হাইড্রোজিওলজিক্যাল এন্ড জিওফিজিক্যাল ডাটা ‘ ( Groundwater potential Modeling in the Meherpur district of Bangladesh using GIS through the integration of Hlydrogeological and Geophysical data.) বিষয়ক গবেষণার প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর পৌর কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক পিএইচডি ফেলো মো: আলিবদ্দীন ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী ।
ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মানজারুল আলম এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মমতাজুল ইসলাম,
পিএইচডি গবেষণার সুপারভাইজার প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. মানজারুল হক, প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমীন ভূইয়া, প্রফেসর ড. শরিফ মোঃ আল রেজা,প্রফেসর ড.মোঃ হাফিজুর রহমান, ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান সহ শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
comments