মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ |
৫:০২ অপরাহ্ণ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের অায়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অাজ মঙ্গলবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মেয়েরা হলুদ শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবী পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অম্ম্রকানন বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর সকাল ১১ টায় বাংলা মঞ্চে বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো: হারুন উর রশিদ আসকারী
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. রবিউল হোসেন, সহকারী ফৌজিয়া খাতুন, রওশন আরা সেতু প্রমূখ।
আলোচনা সভা শেষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
comments