সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮ |
৭:৪৯ অপরাহ্ণ |
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) বিশ্ব অাত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
অাজ সোমবার (১০ ই সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অাইন ও শরীয়াহ অনুষদের সামনে থেকে ল অ্যায়ারনেস এন্ড ডেভলপমেন্ট ভ্যালুস সংগঠনের অায়োজনে এক বনার্ঢ্য র্যালী ও অালোচনা সভার অায়োজন করে। আত্মহত্যা পরিহার করি, মূল্যবোধে জীবন গড়ি’’ এই স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
বিশ্ব অাত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সংগঠনের বনার্ঢ্য র্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, ডায়না চত্বর,ঝাল চত্বর ,মৃত্যুঞ্জয়ী মুজিব,প্রদক্ষিন শেষে মীর মোশাররফ হোসেন ভবনে অাল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের হল রুমে অালোচনা সভার অয়োজন করা হয়।
উক্ত অালোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও আইন শরীয়াহ অনুষদের ডীন প্রফেসর ড. রেবা মন্ডল,সহকারী অধ্যাপক অারমিন খাতুন অাল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সহযোগী অধ্যাপক অানোয়ারুল ওহাব, সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোছা. শাম্মী আক্তার।ল এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের, প্রভাষক শাহিদা আক্তার আশা প্রমুখ।
comments