ইবিতে শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ০২ এপ্রিল ২০১৮ | ৬:৩৭ অপরাহ্ণ |

ইবিতে শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত
ইবিতে শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের আয়োজনে দিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ এপ্রিল) সকাল ১০ টায় আইন ও শরীয়াহ অনুষদের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান এর সভাপতিত্বে শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা।
বিশেষ অতিথি ছিলেন, আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল।
আমন্ত্রীত অতিথি হিসেবে ছিলেন, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পন্ডিত শ্যামসুন্দর গোস্বামী ও তবলা শিল্পী পন্ডিত শুধাংশু চক্রবর্তী।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রাবন্তী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। দিনব্যাপী এ কর্মশালায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বির্ভিন্ন বিভাগের সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেছেন, যে কোন বিষয়ে প্রতিষ্ঠা লাভ করতে হলে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বিশেষ করে সংস্কৃতি, ক্রীড়া ও গবেষণার ক্ষেত্রে প্রশিক্ষণ অপরিহর্য। আজকের এ প্রশিক্ষণের মধ্যদিয়ে প্রশিক্ষণার্থীরা সঙ্গীত বিষয়ে যে জ্ঞান অর্জন করবে এবং সেই অর্জিত জ্ঞান ভবিষ্যত জীবনে কাজে লাগিয়ে তারা প্রতিষ্ঠিত শিল্পী হবে এই আশারাখি।
তিনি আরো বলেন, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি তেমন কোন আলাদা নয়। তাদের এবং আমাদের জীবন-যাত্রারমান প্রায় সমান। ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতীম রাষ্ট্র। দু’দেশের এই বন্ধুত্ব আরও অটুট হোক এই প্রত্যাশা করি।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com