ইবি’র সদ্যপ্রয়াত উপ-রেজিস্ট্রার ইউসুফ আলী’র পরিবারকে চেক হস্তান্তর

সোমবার, ১৪ মে ২০১৮ | ৬:৪৯ অপরাহ্ণ |

ইবি’র সদ্যপ্রয়াত উপ-রেজিস্ট্রার ইউসুফ আলী’র পরিবারকে চেক হস্তান্তর
ছবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্যপ্রয়াত উপ-রেজিস্ট্রার ইউসুফ আলী’র পরিবারকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে ২লক্ষ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্যপ্রয়াত উপ-রেজিস্ট্রার ইউসুফ আলী’র পরিবারকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে ২লক্ষ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ  সোমবার (১৪ মে) দুপুর ২টায় ভিসি অফিসে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী মরহুমের সহধর্মিনী নাজমা খাতুনের হাতে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তরকালে সদ্যপ্রয়াত উপ-রেজিস্ট্রার ইউসুফ আলী প্রসঙ্গে ভাইস-চ্যান্সেলর বলেন, একজন অসাধারণ কর্মকর্তাকে আমরা হারিয়েছি। তার সততা অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ইউসুফ আলী’র মৃত্যু তার পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি। যে অবদান তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য রেখে গেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ থাকবো। চেক হন্তান্তর অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা এবং মরহুমের সহধর্মিনী নাজমা খাতুন বক্তব্য প্রদান করেন। কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান পরিচালনায় এ অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল), শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক, কর্মকর্তা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, মরহুমের দুই কন্যা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com