রবিবার, ২২ এপ্রিল ২০১৮ |
১০:১৬ অপরাহ্ণ |
ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) এর ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভার্চুয়াল রুমে অাজ রবিবার বেলা এগারোটার দিকে ভারতের কলকাতার টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল ক্লিনিক ও টিস্যু কালচারের উপর প্রবন্ধ উপস্থাপন করেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী চন্দন কুমার ভট্রাচায্য, এবং (এ.সি.ই.এস) একাডেমিক কালচার এক্সকারসন এন্ড স্পোটর্স এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইন্টারন্যাশনাল প্রোগামের ডিন শুভ্র মাইকেল গোমস।
সেমিনার শেষে উপস্থিত প্রশ্নপর্ব অনুষ্ঠানে ভবিষ্যৎতে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষনা, প্রজেক্ট, প্রশিক্ষন ও কনসালটেন্সিসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং শিক্ষক, ছাএ-ছাত্রী আদান প্রদানের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবার রহমান, ছাএ-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রফেসর ড. আহসানুল হক আম্বিয়া, প্রফেসর ড. মোঃ নজিবুল হকসহ ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সিনিয়র শিক্ষকবৃন্দ।
সেমিনার শেষে প্রতিনিধিদল ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র অফিসকক্ষে সাক্ষাৎ করেন। সেখানে সেমিনারে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক বৃদ্ধির বিষয়ে একমত পোষন করেন এবং তিনি আশা প্রকাশ করেন শীঘ্রই ইসলামী বিশ্ববিদ্যালয়ের উচ্চ পযার্য়ের একটি প্রতিনিধিদল কলকাতার টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেমিনারটি সমন্বয় করেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান।
comments