ইবি ভিসি’র সাথে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইবি ভিসি’র সাথে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিবার, ০৮ এপ্রিল ২০১৮ | ১২:০৩ পূর্বাহ্ণ |

ইবি ভিসি’র সাথে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্সরুমে শাপলা ফোরাসের মতবিনিময় সভা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্সরুমে শনিবার দুপুরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।

মতবিনিময়কালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহনের পর হতে সেজনজটমুক্ত ক্যাম্পাস করবার লক্ষে এখন নিয়মিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক চর্চা, খেলাধুলায় আমরা এখন আর কারোর থেকে পিছিয়ে নেই বরং আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছি। তিনি বলেন ক্যাম্পাস হতে সকল ধরনের জঙ্গীবাদি কর্মকান্ড, সন্ত্রাস ও মাদককে রুখে দেবার জন্য বর্তমান প্রশাসন জিরো টলারেন্স ঘোষনা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠূ ও সুন্দরভাবে পরিচালনার এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবার জন্য নবনির্বাচিত শাপলা ফোরামের নেতৃবৃন্দের সাহায্য সহযোগীতা কামনা করেন।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাপলা ফোরামের সভাপতি ও সাবেক প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূ্ইয়া, সহ-সভাপতি প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার প্রমুখ।

উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, সদস্য প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, জয়শ্রী সেন প্রমুখ।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com