শরীয়তপুরে ইভটিজিং, বাল্যবিয়ে ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে ১৫০০ শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়াও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, মাদক থেকে দূরে থাকতে, ইভটিজিং না করতে, ছেলেদের ২১ বছর ও মেয়েদের ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে ও সবসময় সত্য কথা বলতে শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণ শেষে স্কুল হলরুমে শিক্ষার্থীরা ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সমস্যা নিয়ে নানা প্রশ্ন করেন। অতিথিরা তাদের প্রশ্নের উওর ও সমাধানে বক্তব্য রাখেন।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মোমেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়িয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান ও জাঁজিরা থানার ওসি মোঃ এনামুল হক।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল গত ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত টিফিনের জমানো টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে ভ্রাম্যমাণ জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে সফর করছে। ৩৫তম জেলা হিসেবে আজ শরীয়তপুর জেলায় কার্যক্রম শেষ করেছেন। আগামীকাল বুধবার মাদারীপুর জেলায় কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com