শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮ |
১১:৫৯ পূর্বাহ্ণ |
২৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০ টায় মেয়েদের নিশানা খেলার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ খেলার উদ্বোধন করেন তারুণ্য’র সভাপতি মমিনুল সিদ্দিকী এবং তারুণ্য’ সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার।
সারাদিন ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়। জানা যায়, এ ক্রীড়া উৎসবের আয়োজনের মধ্যে ছিল (বল খেলা, ক্রিকেট, বেলুন ফুটানো, মারবেল কুড়ানো, মধু খেলা ইত্যাদি)। এ ক্রীড়া উৎসবে অংশ গ্রহণ করেছে তারুণ্য’র নবীন ও প্রবীণ সদস্যগণ। এ অনুষ্ঠান শেষে প্রতিটি খেলার বিজয়ীদের জন্য পুরস্কারের আয়োজন করেছে তারুণ্য পরিবার।
এ সময় প্রতিটি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় তারুণ্য’র সাবেক সভাপতি বিপ্লব ওয়াদুদ এবং বর্তমান সভাপতি মমিনুল সিদ্দিকী, সাধারণ সম্পাদক ওয়াহিদ জুবেরী সিজার। এ সময় তারুণ্য’র সভাপতি মমিনুল সিদ্দিকী বলেন, আমরা তারুণ্য পরিবার সেচ্ছাসেবী মূলক কাজের পাশাপাশি আমাদের তারুণ্য’র সকল সদস্যদের নিয়ে প্রতি বছর এ ক্রীড়া উৎসবের আয়োজন করে থাকি।
comments