বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীর রয়েছে সমৃদ্ধ অতীত এবং প্রাণচঞ্চল ও কর্মমুখর বর্তমান। দেশের মহান স্বাধীনতা যুদ্ধ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং সামাজিক উন্নয়নে নোয়াখালী অব্যাহতভাবে অবদান রেখে চলছে। বর্তমান সময়ে সর্ব ক্ষেত্রেই উন্নয়ের ছোঁয়া লেগেছে নোয়াখালীতে।
শিক্ষাক্ষেত্রে নোয়াখালী এগিয়ে ছিলো প্রথম থেকেই। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী মেডিকেল কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল কলেজ প্রতিষ্ঠার ফলে স্থানীয় ভাবে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ সুষ্ঠু ও সুন্দর করতে তৈরি করা হয়েছে লালমাই-লাকসাম-মাইজদী সড়ককে ডাবল লেইন। সোনাইমুড়ি রামগঞ্জ, কোম্পানীগঞ্জ এবং অন্যান্য স্থানের সড়কগুলো প্রশস্ত করা হয়েছে।
নোয়াখালীর মানুষকে দীর্ঘদিনের জলাবদ্ধতার সঙ্কট থেকে মুক্তি দিতে নোয়াখালী খাল সংস্কার ও পুনঃখনন প্রকল্পের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩২৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে নোয়াখালী খাল এবং জেলার ২৩টি খালের পুনঃখনন করা হবে। সেই সঙ্গে ১৬০ বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।
নোয়াখালীর উপকূলে অবস্থিত নিঝুম দ্বীপ একটি প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এলাকা। যাকে পর্যটন রিসোর্ট হিসেবে গড়ে তোলা হয়েছে পর্যটকদের জন্য।
এছাড়াও নোয়াখালী গড়ে উঠেছে আরো শতশত দর্শনীয় স্থান। যে সব যায়গা সংস্কার করে সাধারণ মানুষের বিনোদনের কেন্দ্রে পরিনত করেছে বর্তমান সরকার।
নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্য তৈরি করা হচ্ছে একটি যাদুঘর। সরকারের অর্থমন্ত্রী বলেছেন ভবিষ্যতে জেলা ওয়ারী বাজেট প্রণয়ন ও বরাদ্দ দেয়া হবে। যার ফলে নোয়াখালীতে উন্নয়নের যে স্রোত বইছে, তা আরো ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com