একটি দেশের সমৃদ্ধির জন্য কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ- কৃষিমন্ত্রী

সোমবার, ১২ মার্চ ২০১৮ | ১:২২ অপরাহ্ণ |

একটি দেশের সমৃদ্ধির জন্য কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ- কৃষিমন্ত্রী
একটি দেশের সমৃদ্ধির জন্য কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ- কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ দেশের বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের জিডিপিতে বৃহৎ কৃষি খাতের (ফসল, মৎস্য, প্রাণিসম্পদ এবং বন) অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় ৪২ দশমিক ৭ শতাংশ কর্মক্ষম শ্রমশক্তি এ খাতে নিয়োজিত। দেশের বৃহৎ তিনটি খাতের মধ্যে কৃষি খাতের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৭ শতাংশে, যা গত অর্থবছরে ছিল ২ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সার্বিক কৃষি ও পল্লী উন্নয়ন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে গত এক দশকে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় তিন গুণ এবং শাকসবজির উৎপাদন বেড়েছে প্রায় পাঁচ গুণ। বাংলাদেশ অভ্যন্তরীণ জলাশয়ে মাছ আহরণের ক্ষেত্রে চতুর্থ এবং চাষের মাধ্যমে মাছ আহরণের ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে। চাল উৎপাদনে বাংলাদেশ ঘাটতি থেকে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। রোববার ঢাকায় বিএআরসি মিলনায়তনে ‘জাতীয় কৃষি নীতি-২০১৮ (খসড়া)’ এর ওপর পর্যালোচনা কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ড. আ. রাজ্জাক এমপি, আঃ মান্নান এমপি ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, সম্প্রসারণ কর্মী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com