এক চোখা প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি -তথ্যমন্ত্রী

রবিবার, ২৫ মার্চ ২০১৮ | ৪:১৭ অপরাহ্ণ |

এক চোখা প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি -তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার অগণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করে গণতান্ত্রিক শক্তিকে রক্ষা করছে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসী দমনের প্রক্রিয়াকে আড়াল করে বিবিসি এক চোখা প্রতিবেদন প্রকাশ করেছে, এটি ঠিক না।’


জাসদের সভাপতি হাসানুল হক ইনু শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমন স্বৈরতন্ত্র নয়, এটাকে স্বৈরাচার ভাবাও ঠিক নয়। তিনি বিএনপির বিরুদ্ধে একটি ‘অস্বাভাবিক ভুতের সরকার’ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া চালানোরও অভিযোগ করেন।


জাতীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিকেল ৩টায় ভেড়ামারার জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com