ঠাকুরগাঁওয়ে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান।
সোমবার (২৪শে জানুয়ারি) রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া নূরে মদীনা কাওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এ প্রায় ৫০ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তাঁরা। এর আগে আরো ১১টি মাদ্রাসার ৭শত শিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
এসময় কম্বল পেয়ে মাদ্রাসার শিশুরা মিলাদ পড়ে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
মাদ্রাসার মুহতামিম ক্বারী আব্দুল মোমীন বলেন, আমাদের মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা সকলে এতিম। আমরা চেষ্টা করছি তাদের সকল চাহিদা পূরণ করে ইসলামী শিক্ষা দেওয়ার। শীত অনেক বেশী আর ওদের সব সময় অজু অবস্থায় থাকতে হয়। জেলা প্রশাসক ও ইউএনও মহোদয় আজকে সহযোগীতা করলেন ইনশাআল্লাহ আমাদের ছেলেদের কিছুটা হলেও ঠান্ডাটা লাঘব হবে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সমাজের অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় আজকে মাদরাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হল।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com