মহাকাশে পাঠানো ভারতীয় একটি সামরিক স্যাটেলাইট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়েছে। উৎক্ষেপণ করার দুদিন পরেই এ ঘটনা ঘটেছে। এর আগে চীনা মহাকাশ স্টেশন তিয়ানগং-১ এর ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে। তবে গতকাল তিয়ানগং-১ এর ধ্বংসাবশেষ দক্ষিণ প্রশান্ত মহাসাগর পড়েছে।
জানা গেছে, ভারতে সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ আরো উন্নত করতে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিল। স্যাটেলাইটটি ভারতের নিজস্ব প্রযুক্তি দিয়েই তৈরি হয়েছে।
এদিকে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যে বিদ্যুৎ সরবরাহে ত্রুটিকেই দায়ী করা হচ্ছে।
সংস্থাটি জানায়, হারিয়ে যাওয়া স্যাটেলাইটটির ওজন ২,০৫৫ কেজি। সংযোগ পুন:স্থাপনের জন্যে চেষ্টা চালানো হচ্ছে। এই স্যাটেলাইটটি তৈরিতে খরচ হয়েছে ২৭০ কোটি রুপি।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভারত মঙ্গল গ্রহের কক্ষপথে একটি মহাকাশ যান পাঠায়। গত ফেব্রুয়ারি মাসে মহাকাশে একবারে ১০৪টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছিল ভারত।
সূত্র: বিবিসি
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com