নব দিগন্ত থেকে,
সানাই বাজিয়ে এসো হে বৈশাখ।
ফাঁকা পথ পানে,
চেয়ে বসে আছি বাড়িয়ে দু’চোখ।
জীবনের শত আঁশা,
বুক ভরা ভালোবাসা
একটু চাওয়া।
বর্ণালী ঝাঁ-ঝাঁ রোদে ছোঁ মেরে এসে দাও,
মৃদু মন্দা হাওয়া।
চৈতালি ঝড়া রৌদ্রে সৃষ্টি,
ধূলায় লুটো-পুটি।
থেমে থেমে একরাশ বৃষ্টি ছুড়ে,
মাটি শীতল পাটি।
বৃষ্টির উজানে থেমেছে জোয়ার,
চৌচির খাল-বিল নদী-নালা।
প্রহর গুনে-গুনে ডাকছে বৈশাখ,
ন্যাড়া মাথা গাছ পালা।
মাঠ প্রান্তরে শত সজীব তরতাজা,
শুকিয়েছে লতা ঘাস।
গো-বাঁছুর গুলো দুগ্ধ অভাবে,
মৃত্যুর পথে দিবা-নিশি উপবাস।
পল্লীর মেয়েরা বেঁধেছে দল,
দিবে ব্যাঙের বিয়ে।
বৈশাখ তুমি আসিও ওগো,
যাইও হলুদ মাখিয়ে।
খেতে দিব চাল-বুট ভাজা,
কঁচি নিমের পাতা।
কারো কাছে কইওনা বৈশাখ,
হেন লজ্জার কথা।
এসো হে বৈশাখ
লিখেছেন তাইজুল মন্ডল
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com