এ কি তন্ত্র দিলে গো জননী

শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭ | ১১:৫৫ পূর্বাহ্ণ |

এ কি তন্ত্র দিলে গো জননী
মনিরুল ইসলাম

কি তন্ত্র দিলেগো জননী মানুষ মারে,
যত তন্ত্র নিয়মকানুন মানুষের তরে।
মানুষের জন্যই সমাজ রাষ্ট্র যত সংবিধান,
তাদের বাঁচাতে নিয়মকানুন যত ইতি আইন।

রাজনীতি রাজারনীতি যত নীতি গো মা,
মানুষ বাঁচাতে যত ইতি সব পৃথিবীতে যা।
বোমা মারে সম্পদ পুড়ে মানুষ মারেগো যারা,
তাদেরকে তুমি উস্কেদিলা বলোনি তো দাঁড়া।


সাহিত্য

মানুষ কে ভালোবেসে রাজনীতি করে প্রকৃত রাজনীতিক যারা,
বাংলাদেশের রাজনীতিটা আসলেই গেছে মারা।
ক্ষমতার দ্বন্দে অন্ধ তোমরা রাজনীতি যাও করে,
সরোয়ার্দী ভাষাণীর রাজনীতি হতে অনেক অনেক দূরে।


মানুষকে তোমরা উস্কে দিয়ে তোমরা থাক ঘরে,
বোকা মানুষ লাফাইয়া ঝাফাইয়া রাস্তায় গিয়া মরে।
বার বার তোমাদের মিনতি করি নিবেদন করি গো মা,
অহিংস রাজনীতি চালু কর তোমরা মানুষ মেরনা।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com