সাগুফতা ইয়াসমিন এমিলি প্রসঙ্গে নাসিম বলেন, আপনারা যদি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে শেখ হাসিনার হাততে শক্তিশালী করতে মুন্সীগঞ্জ ২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিল এমিলিকে আবারো নির্বাচিত করুন। এ আসনে কোন বসন্তের কোকিল কিংবা কাউয়াদের ঠাঁই হবেনা। আপনার হাত তুলে বলুন সাগুফতাকে চান কি চাননা । এ সময় হাজার হাজার নেতাকর্মী হাত তুলে সাগুফতা আপনার বিকল্প নেই । আগামীতে তাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মন্ত্রীর কাছে ওয়াদা করেন সমাবেশে উপস্থিত জনতা ।
জনসভায় টঙ্গিবাড়ী উপজেলা আ”লীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ”লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আ”লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান, মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ প্রমুখ। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ”লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. সোহানা তাহমিনা, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মহিলা ভাইস চেযারম্যান এমিলি পারভীন প্রমুখ । জনসভায় জেলা আ”লীগ ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জনসভায় অংশ গ্রহন করেন।