বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় নোয়াখালীতে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
রোববার (০৩ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা পরিষদ। এবং
নোয়াখালী পৌরসভার আয়োজনে মেয়়র মোঃ শহিদুল দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার । উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী আইনজীবী সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কোট মসজিদে। বিশেষ মুনাজাত ও দোয়ার আয়োজন করেন সোনাপুর পৌর বাজার জামে মসজিদ মাগরিব বাদ । আসর বাদ তার নিজ এলাকায় রোগমুক্ত কামনায় দোয়া ও কোরআন খতম মুনাজাত করে।
রোববার (৩ মার্চ) ফজরের নামাজের পর হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। সেখানে প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তার হার্ট অ্যাটাক হয়েছে। এনজিওগ্রামে তার তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হলেও তার শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় এখনই বাকি দু’টি ব্লকে রিং পরানো হচ্ছে না। ৭২ ঘণ্টার আগে এ বিষয়ে কিছু বলতে পারছেন না তার জন্য করা মেডিকেল বোর্ডের চিকিৎসক। নোয়াখালী পৌরসভার মেয়র মোঃ শহিদুল্লাহ খান সোহেলের আয়োজনে সমবার জুহুর বাদ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবূ তাহের, শহর আমলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন পৌর সভার কাউন্সিলার জাইদুল ইসলাম শামীম,সহ নোয়াখালী পৌর সভার কর্মকর্তা ও কর্মচারী ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com