সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৬০ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ।
গ্রেফতারকৃত যাত্রীর নাম ইকবাল হোসেন (২৬)। তিনি চট্টগ্রামের সাজকানি থানার কাঞ্চন এলাকার শেখ আহমদের ছেলে।
সিলেট-৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, ইকবাল ওমানের রাজধানী মাসকট থেকে সিলেটে আসেন শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে। তিনি যে সিটে বসে এসেছেন তার পাশের সিট-৩৭ জে-এর নিচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। যাত্রীরা বিমান থেকে নামার পর তিনি ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হতে গেলে সন্দেহ হলে ব্যাগটিতে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। এর পর স্বর্ণের বারগুলো ধরা পড়ে।
তিনি জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ছয় কেজি ৯৬৮ গ্রাম। যার বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।
এ ঘটনায় তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com