কবিতাঃ হে দয়াবান
শনিবার, ৩১ মার্চ ২০১৮ |
১২:১৬ অপরাহ্ণ |
প্রতি শনিবার প্রকাশিত হবে সাহিত্যের বিশেষ আয়োজন
হে দয়াবান
লেখকঃ
ডাঃ নিখিল সারথি শর্মা
হে দয়াবান, আমি করি তোমার গুনগান।
তবু মোরে ঐশ্বর্য্য করনি দান।
আমি আছি বড় দুঃখে, না থাকি সুখে।
কত দিন কেটে গেল, অন্য যায়নি মুখে।
কেমন করে হব সুখি, কেন দিনহীনরে আরো কর দুঃখি।
অতি কষ্টে ভিজে দুই আঁখি।
তুমি যদি না চাও, বিপদে না ফেরাও।
পারিনা সইতে আর পৃথিবী থেকে তুলে নাও।
কত জনে সুখে রয়, জীবনকে করে জয়।
কই দয়াবান পেলামনা তোমার অভয়।
মনে হয় সুখি হবনা আর, কষ্ট পাব বারে-বার।
অবহেলা করে সবাই, ছোট বড় কেউ বাদ নাই।
পড়ে আছি অথৈ জলে তুলবার কেউ নাই।
ভাগ্য আমার বিরোধ, গত জনমের নেয় শোধ।
শক্তি নাই, করতে পারিনা প্রতিরোধ।
এভাবে আর চলব কত, সবার সামনে মাথা নত।
জীবন যে বয়ে যায়, দিন তো হয় গত।
হে দয়াবান, তুমি খেললে অনেক খেলা।
দাও ভাসিয়ে জীবন ভেলা।
জীবন চায় নতুন সাজে, আর বারাইওনা মনের জ্বালা।
অভাগারে দিওনা বলিদান, সবার কাছে রাখ মান।
চলতে চাই সবার সাথে সমান।
উৎসর্গ করে দিলাম প্রাণ, চাইনা আর অপমান।
সুন্দর করে বাঁচতে চাই হে দয়াবান।
comments