অগ্রহায়ণ
লেখক:মিসবাহ উদ্দিন জামিল
অগ্রহায়ণ এলে কৃষকের মুখে হাসি ফুটে,
কাঁস্তে হাতে নিয়ে ভোরে জেগে ওঠে।
সোনার ফসল কেটে গোলা ভরবে,
সাচ্ছন্দে সেই ফসল আহার করবে।
কখনো এই অগ্রহায়ণে কৃষকের কাঁদতে হয়,
বন্যায় ফসলহানি হলে শুন্য মাঠে চেয়ে রয়।
এই অগ্রহায়ণ কখনো হয় নিস্তব্ধ নিরব,
কখনো অগ্রহায়ণ নিয়ে আসে গৌরব।
কৃষকের কাছে বেশি পরিচিত এই অগ্রহায়ণ,
সোনার ফসল পেয়ে বেঁচে থাকা হয় নবায়ন।
এ মাস কৃষকের মুখে হাসি ফোটার মাস,
এ মাসে শুরু হয় কৃষকের সকল সুখের চাষ।
তখন সবুজ শ্যামল রূপে রূপ নেয় মাঠ,
শীতের আগমনে শুকিয়ে যায় পুকুরের ঘাট।
প্রকৃতি মেতে উঠে নতুন রূপের উল্লাসে,
শীত নেমে আসে ধরায় নব প্রয়াসে।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com