কবিতা
রোহিঙ্গা নিধন-২০১৭
কবিঃ সৈয়দ আখিম আলী
নাফ নদী পেরিয়ে এলো পেরিয়ে মায়ানমার,
যেথা হাজার-হাজার রোহিঙ্গার প্রাণ হচ্ছিল সংহার।
নাগরিকত্ব চাওয়াটাই,
তাদের হয়েছিল অন্যায়।
যেমনতক ক্ষতি করে না তো দেখি,
ঝঞ্ঝা ও বন্যায়।
হাত-পা বেঁধে অগ্নিতে ফেলে,
দিয়েছে জ্বেলে বাড়ি,
নির্যাতন-ধর্ষনে প্রাণ দিলো যে, লক্ষ নারী।
মাতা-পিতা ভাই-বোন,
স্বজন হত্যা করেছে তারা।
এমনিতে কেউ প্রাণ বাঁচাতে হয়নাতো দেশ ছাড়া।
জবাই করেছে,
গুলিতে মেরেছে হিংস্র পশুর দল।
যেখানে জ্বলেছে বর্মী সেনাদের
গুলি ছোড়া দাবানল।
ডাইনি সুচী চেয়ে রয়েছে
রক্ত পানের আশে।
এমনতো ঘটেনি ইতিহাসে
আর পাইনিতা কোন দেশে।
নরমাংস ভক্ষন যেন,
রয়নি এটাও বাকি।
মানুষ মেরেছে, পিপাসা বেড়েছে,
ভেবেছে তাদের পাখি।
রোহিঙ্গা শূন্য গ্রাম গুলোতে
উৎসবে বর্মী সেনা।
কবির কলম স্তব্ধ হয়,
দিতে গিয়ে বর্ণনা।
কেউবা জীবন,
কেউবা স্বজন-হারিয়েছে আস্তানা।
মানুষ যেন রাক্ষস হয়ে,
মেলিছে হাজার ডানা।
চাইলো শুধু, দেখলো শুধু,
প্রতিরোধে নেই কেউ।
রোহিঙ্গাদের মৃত্যু যেন,
সাত সাগরের ঢেউ।
পৃথিবীর সব-দেশগুলো চেয়ে রইল শুধু।
যেন হাহাকার, যেন ছারখার তপ্ত মরু ধূ-ধূ।
জাহেলিয়া যুগ পিছনে ফেলে
এলো যে নতুন যুগ।
রক্তের ধারা,
মাত্রা ছাড়া হাজারো মৃত্যু মুখ।
মায়ানমার থেকে রাখাইন বাসি,
পালিয়ে এসেছে যারা।
বাংলা আমার দরদী মাতার
কোলেতে বসেছে তারা।
দশ-বিশ লক্ষ,
বিতারিত মানুষ এখানে পেয়েছে ঠাঁই।
আমরাও মানুষ,
তারাও মানুষ সৃষ্টির সেরা তাই।
নিরব থেকে এগিয়ে এলেন,
বিশ্ব নেতা গন।
বাংলাদেশ সেনার তত্ত্বাবধানে চলছে নিবন্ধন।
মানব সেতু রচনা করে দিল,
ভরে যে দিল প্রাণ।
মৃত্যু ছোবল দিয়েছে
সূচী পেয়েছে রক্ত ঘ্রাণ।
বিশ্ব-বাসির ঘৃনায় পতিত,
নির্মম শাসক সূচী।
রক্ত প্লেটে বসে যেন খাচ্ছে,
পরোটা আর লুচী।
হাসিনা এখানে শাসন ক্ষমতায়,
বাংলাদেশের মূলে।
বিশ্ববাসী করছে খেয়াল,
যাবেনাকো তারা ভুলে।।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com