কবি, কবিতা ও কিছু কথা- আশরাফুল মুহাম্মদ

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৪:২৩ অপরাহ্ণ |

কবি, কবিতা ও কিছু কথা- আশরাফুল মুহাম্মদ
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট/সংবাদ গ্যালারি

“বিরহ কবি সৃষ্টি করে, কবিতা লেখার আগে কবিরা প্রেমে ব্যর্থ হয়। প্রেমের ব্যর্থতা কবির স্রষ্টা”। এগুলো প্রচলিত কথা। বিগত ৬ বছর থেকে কবিতা লেখা চর্চা করে আসছি। এখনও যা লিখি সব হ য ব র ল এর দলেই থাকে, যদিও বহুবার প্রশংসা পেয়েছি। তারপরও সন্তুষ্ট নই, হয়তো হবো – নয়তো না।

যাক এবার প্রচলিত কথার ব্যাখ্যা করা যাক, লোকে অনেক কিছুই বলে। সেগুলো বলাতেই সীমাবদ্ধ, বাস্তবে অন্যকিছু। কেউ চাইলেও কবি হতে পারে না, কবিতা আসে প্রকৃতি হতে। কবিরা যা বলে তা প্রকৃতি বলতে বলে। প্রকৃতিকে উপেক্ষা করে, কেউ যদি প্রবলভাবে চায় কবি হতে, সেও অবশেষে কবি হয়। কারণ তার প্রবণতা প্রকৃতির পছন্দে পরিণত হয়, তখন প্রকৃতি তাকে জ্ঞান দেয়। ফলে সে কবি হয়। অনেকেই ভিন্নমত হবে, এবার আসুন ভিন্নমতাদর্শীদের কে একটা ব্যাখ্যা দিয়ে নিই।
কবিতা লিখতে গেলে প্রয়োজন শব্দ। শব্দ আসে মস্তিষ্ক হতে, মস্তিষ্ক প্রকৃতি বা স্রষ্টার দান। সুতরাং কবিতা প্রকৃতিগত।


আমার তখন লেখালেখির বয়স সবে ২ বছর, আমার এক বন্ধু এসে আমাকে বলতেছে সে কবিতা লিখবে। এজন্য তার একটা প্রেম ও বিরহ প্রয়োজন। আমি রীতিমত কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর একটা প্রশ্ন করেছিলাম। “পৃথিবীতে প্রতিদিন শত শত ছেলে-মেয়ের সম্পর্কের বিচ্ছেদে বিরহে পরিতপ্ত হয়। তারা কি কবিতা লেখার মন্ত্র পায়?” সে কোনো কথা বলেনি।

এমন কথা আরও অনেকবার-ই শুনেছি, অনেক সিনিয়রের কাছে। তাদেরকে আবার অন্য প্রশ্ন করতাম। তবে অনেক ক্ষেত্রেই কিছু না বলে থাকতাম। প্রশ্নগুলো থাকতো এরকম- “যখন-তখন, যেখানে-সেখানে শব্দ শুনেই শিশুরা ভাষা শিখতে পারে, সঠিক কিনা?’ উত্তর দিতো ‘হ্যাঁ’ আবার প্রশ্ন করতাম,’ ব্যাকরণ কি নির্দিষ্ট নিয়মকানুন ছাড়া কোনো শিশু-কিশোর…কে শিখতে দেখেছেন? ‘উত্তর দিতো, ‘না’ তখন আবার প্রশ্ন করতাম, ‘ ছন্দঃ, তাল, লয়, মাত্রা এগুলো হলো কবিতার ব্যাকরণ। চর্চা ছাড়া ব্যাকরণ শেখা সম্ভব না, কিছুক্ষণ আগে আপনি নিজেই বললেন। তাহলে এখন বলেন শুনি কিভাবে কবিতা লেখা সম্ভব ব্যাকরণ না জেনে শুধু মাত্র বিচ্ছেদ বিরহে?’ কোনো উত্তর আসতো না”।


কবিতার প্রকার আপনারা সকলে জানেন তাই আমি সেদিকে যাচ্ছি না। আমি আজ দেখাবো কবিদের প্রকারভেদ। কবিরা – দুই প্রকারঃ

প্রথম প্রকার হলেন যিঁনি কবিতা লিখেন অপর প্রকার হলো যিঁনি কবির কবিতা পড়ে বুঝতে ও বুঝাতে পারেন। বলা যায় আমরা সকলে কবি, কেউ কবিতা পড়ে বুঝে অন্যকে বুঝাই, কেউ আমরা লিখি। আর যাঁরা এই দুইধাপের মধ্যে নেই, তাঁরা পাঠক।


কবিতা লিখলেই সে কবি, সব কবি-ই কবিতা লিখে, কিছু কবিতা কবিরা লেখে না। যে কবিতাগুলো কবিরা লেখে না, সেগুলো কবিতার জগতে অখাদ্য যা পাঠক বা প্রকৃত লেখক কেউ-ই চায় না। সমাজে বসবাসরত কিছু অসামাজিক লোকের সৃষ্টি এগুলো যা প্রকৃতি প্রদত্ত নয়, এই কবিতাগুলো দেখতে কবিতার মতোই হয়। কিন্তু ‘বনলতা সেনের’ মতো আবেগ থাকে না, ‘বিদ্রোহীর’ মতো প্রতিবাদ থাকে না, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার মতো কোনো ছন্দ থাকে না। তাহলে এগুলোতে কি থাকে- অন্তমিল থাকে। এই শ্রেণির কবিরা, অন্তমিলকেই কবিতার প্রাণ ভেবে প্রতিটি লাইনের শেষে অল্প-স্বল্প-গল্প-কল্প-জল্প ইত্যাদি বসিয়ে নিজেকে অনেক বড় কবি হিসাবে, অর্থের দম্ভে প্রতিষ্ঠিত করার বৃথা চেষ্টা করেন।

আমি নিজেই কবিতা লিখতে পারি না, মাঝেমধ্যে কবিতা কি সেটাও বুঝি না। যতটুকু বুঝি এবার ততটুকু নিয়েই, ‘কিছু কথা’ বলবো। কবি হওয়াটা কঠিন কোনো কাজ না। চাইলেই সম্ভব। যদি মন থেকে চান! কবিতা নিয়ে একটু চর্চা করলেই কবিতা লেখা সম্ভব।

কবিতা লিখতে বসার আগে আপনার মনকে চিনতে হবে। আপনার মন কি বুঝাতে চায়, সেটা আপনার সর্বাঙ্গে ধারণ করতে হবে। তবেই আপনিও সুকান্তের মতো পূর্ণিমার আলোকিত চাঁদকে দিয়ে, ক্ষুধাতুরে কাতরতা প্রকাশ করতে পারবেন।

আমি মনে করি, কবি হওয়ার আগে কবিতা কি সেটা বুঝা উচিৎ, তবেই সার্থক কবিতার স্রষ্টা হওয়া যাবে। বিরহ কবিতাকে আরেকপ্রাণ দিবে, কবিতার আবেগ বৃদ্ধি করবে। কবির সৃষ্টি করবে না। কবি হতে চাইলে, আবারও সেই একই কথা বলছি- ‘কবিতা কি?’ জানতে হবে।

লেখক/কলামিস্ট
আশরাফুল মুহাম্মদ
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com