লেখক:- শাহিনুর ইসলাম প্রান্ত
মাঝে মাঝে এমন কিছু ঘটনা হয়ে থাকে যা কিনা ভূলতে খুব কস্ট হয়। আর সেই কষ্টের সাথে নিজের চোখের পানি বের করা।নিজে নিজে বালিশে মাথা রেখে একা একা কান্না করা। মানুষের সাথে সম্পর্ক না থাকলে হয়তোবা এতটা কষ্ট বা কান্না করতাম না।যানিনা কেনোই বা তোমার সাথে আমার প্রথম পরিচয় হলো। আর সেই পরিচয়ে আজো প্রতি রাতে আমি কান্না করে যাচ্ছি। আর তোমার জন্য আজ আমি কষ্ট আর কান্না করে আমার জীবনটাকে শেষ করে দিচ্ছি। কষ্টের আরেক নাম জানতাম না যে কান্না। অনেক সময় ভাবী তোমায় নিয়ে প্রতি রাতে প্রতি সময় প্রতি মিনিটে। শুধু কান্না ছারা আর কিছুই খুঁজে পাই না। দিনের বেলা স্মরণ হলে মনটা খারাপ হয়ে যায়।কিন্তু প্রতিটা রাতে তোর জন্য আজও আমি কান্না করে যাই।আমি বুঝে গেছি আমি কিছু পেয়ে গেছি সেটা হচ্ছে আমার চোখের জলের পানি।এটাই বুঝি আমার প্রতিটা রাতের চাওয়া পাওয়া ছিলো। না হয় আমি প্রতিটা রাত কেঁদে পার করতাম না। আমাকে ছেরে দিয়ে আজও তুমি আছো।যানি না কেমন করে আছো আমায় ছেরে। আমার ভালোবাসাতো তোমার জন্য কম ছিলো না।আমি তো তোমাকে কম ভালোবাসিনি।তার পরেও আমাকে ছেরে তুমি দূরে কারো সাথে হাতে হাত মিলিয়ে চলে গেছে। তুমি আর আমি কত স্বপ্ন দেখতাম।সেই স্বপ্ন গুলো আজ কোথায়।তুমি তো বলেছিলে মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে হাতে হাত ধরিয়ে থাকবো।আমাদের স্বপ্ন গুলো কি আসলেই স্বপ্ন ছিলো। আজ সেটাই প্রমাণিত করে দিলে। তোমার ভালোবাসা সত্যিই এখন আমার কাছে অভিনয় মনে হচ্ছে। তুমি ভালো না বেসে আমার সাথে ভালো বাসার অভিনয় করে গেছো।কি দরকার ছিলো আমার সাথে অভিনয় করার।আমার জীবনটাকে নষ্ট করে দেয়ার।আমাকে কি দরকার ছিলো প্রতিটা রাতে কাঁদানোর জন্য তোমার। তোমার অভিনয়ে আজো প্রতি রাতে কেঁদে যাচ্ছি। তুমি হয়তো যানো না। কারণ তুমি তো আজ অন্যর ঘড়ে বস-বাস করতেছো।অন্যর সাথে হাতের হাত মিলিয়েছো। আমি আজও তোমায় ভালোবেসে যাচ্ছি। আজও প্রতি রাতে কাঁন্না করে যাচ্ছি। আমি তো তোমাকে ভালোবেসে গেছি।আর আমার এই সত্যিকারের ভালোবাসার নাম দিয়ে গেলে প্রতিটা রাত কান্নার রাত।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com