উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকে বসার আশা ব্যক্ত করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের লিখিত আমন্ত্রণে সাড়া দেওয়ার একদিন পর এক টুইটে এ সম্ভাবনার কথা জানান তিনি।
ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনাই বেশি এবং বৈঠক হবে, যদি বৈঠক ঠিকমত শেষ হয় তবে সেটা বিশ্বের জন্য খুব ভালো হবে। সময় এবং স্থান পরে জানানো হবে।’
এর আগে পরমাণু প্রকল্প নিয়ে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আলোচনার পথ সুগম করতে গত ৫ মার্চ দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল দুই দিনের সফরে পিয়ংইয়ং যান। সেখানে কিম তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দলটি ওয়াশিংটনে যায় এবং ট্রাম্পের হাতে কিমের আমন্ত্রণপত্র তুলে দেয়।
ট্রাম্প তা সাদরে গ্রহণ করেছেন বলে পরে সাংবাদিকদের জানান প্রতিনিধিরা।
তারপর অবশ্য হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছিল, পিয়ংইয়ং থেকে প্রথমে ‘স্থায়ী পরিকল্পনা’ দিতে হবে। তার পরই কেবল দুই নেতা বৈঠকে বসবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও ট্রাম্পের সঙ্গে কিমের আলোচনার আয়োজন করতে কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানিয়েছিলেন।
এর মধ্যেই টুইটারে কিমের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প। এ টুইটের জবাবে উত্তর কোরিয়া থেকে এ বিষয়ে এখনও কোনো কিছু জানানো হয়নি।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com